জেলা প্রতিনিধি, কক্সবাজার»
কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে দু’জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে এক নারী। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ও বড়ঘোপ এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ওসি ওমর হায়দার।
নিহতরা হলেন, উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর এলাকার মৃত আবু জাফরের ছেলল সাহাব উদ্দিন (৬০) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে শাহাবুদ্দিন (৪৫)। তিনি বড়ঘোপ স্টীমার ঘাট এলাকায় বালি সরবরাহে নিয়োজিত ভলগেটের কর্মচারী।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুরে আলী আকবর ডেইল তাবেলারচর এলাকায় সাহাব উদ্দিন ট্রলারে লবণ তুলতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন। একই সময় বালুর ভলগার্ডে থাকা শাহাবুদ্দিনও বজ্রপাতের ঘটনায় অজ্ঞান হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল ইসলাম উভয়কে মৃত ঘোষণা করেন।
অপর দিকে, বেলা ১২টার দিকে বজ্রপাতের বিজলী ও প্রচন্ড আওয়াজে বড়ঘোপ জেলে
পাড়ার প্রবাস দাশের স্ত্রী সুশিলা (২৬) অজ্ঞান হয়ে পড়েন বলে তার বোন রুমা দাশ জানিয়েছেন। তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান, কুতুবদিয়ায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন এবং একজন নারী আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। নিহতদের মরদেহ তাদের স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলে জানান।













