বাংলাধারা প্রতিবেদক »
সাতকানিয়া উপজেলায় এক তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগে মোক্তার আহমদ (৪৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার (৭ নভেম্বর) দিনগত রাতে সাতকানিয়া থানার বরুমছড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
আটক মোক্তার আহমদ সাতকানিয়া উপজেলার সিকদারপাড়া গ্রামের মৃত আব্দুস ছালামের পুত্র।
র্যাব জানায়, আসামি মোক্তার ভিকটিমের পাশের বাড়িতেই বসবাস করতো। বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করতো ওই তরুণী। মোক্তার এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলারও সু্যোগ পেত না। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় শিমুল এবং আনু বেগম এর সহায়তায় মোক্তার ওই তরুণীকে অপহরণ করে সিএনজিতে করে চট্টগ্রাম শহরে নিয়ে যায়।
পরবর্তীতে মোক্তার এবং শিমুল ভিকটিমকে অজ্ঞাত স্থানে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন আসামিরা ভিকটিমকে অসুস্থ অবস্থায় বাঁশখালী থানার কাতারিয়া এলাকায় ভিকটিমের আত্মীয়ের বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়।
আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, গ্রেফতার আসামি এবং অপর সহযোগীসহ পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে গণধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, সাতকানিয়ার তরুণীকে গণধর্ষণের ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সাতকানিয়া থানায় মোক্তারসহ ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করলে আমরা অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাধারা/আরএইচআর