২৪ অক্টোবর ২০২৫

কুমিল্লায় মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকার ইউটার্নে চলন্ত প্রাইভেট কারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন বরুড়া উপজেলার পয়েল গাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)।

স্থানীয়রা জানান, নিহতরা হোটেল নূরজাহানে এসে খাওয়া দাওয়া করেছিলেন। এরপর কুমিল্লা শহরের দিকে প্রাইভেট কারে যাচ্ছিলেন। ইউটার্নের কাছে পৌঁছালে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি হয়ে যায় প্রাইভেট কারটি।

কাভার্ডভ্যানের চালক প্রাইভেট কারটিকে বাঁচাতে কড়া ব্রেক করলে কাভার্ডভ্যান উল্টে পড়ে এবং প্রাইভেট কারের ওপর গিয়ে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম।

আরও পড়ুন