২৪ অক্টোবর ২০২৫

কুমিল্লা থেকে গাঁজা এনে চট্টগ্রামে বিক্রি, র‍্যাবের জালে যুবক ধরা

বাংলাধারা প্রতিবেদক »

ফেনী জেলার ছাগলনাইয়া থানার মটুয়া কলেজ রোড এলাকা থেকে ৬১ কেজি গাঁজাসহ ওমর ফারুক শিমুল (২৪) নামে একজনকে আটক করেছে র‍্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।

বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে মটুয়া কলেজ রোড এলাকার পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটক ফারুক শিমুল ছাগলনাইয়া থানার দক্ষিণ মটুয়া গ্রামের কামাল উদ্দিনের পুত্র।

র‍্যাব জানায়, আটক ফারুক দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে গাঁজা কিনে ফেনী ও চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের কাছে বিক্রি করে আসছিল।

আটকের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি প্রাইভেটকার যোগে মাদকের একটি বোড় চালান ছাগলনাইয়া থেকে ফেনী শহরের দিকে আসছে। সেই তথ্য অনুযায়ি আমরা মটুয়া কলেজ রোড এলাকায় পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করি। এসময় আসামি ফারুক শিমুলকে একটি প্রাইভেটকার হতে ৬১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।

তিনি বলেন, জব্দকৃত মাদক প্রাইভেটকারের পিছনের সীটের পা রাখার জায়গায় এবং ব্যাকডালার ভিতর ৪টি প্লাস্টিকের বস্তায় সুকৌশনে লুকোনো ছিল। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৫ হাজার টাকা।

আটক আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছ বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন