বাংলাধারা প্রতিবেদন »
এতদিন মায়ানমার সীমান্ত ও জলপথে বাংলাদেশে মরননেশা ইয়াবার চালান ঢুকলেও সম্প্রতি ইয়াবা কারবারিরা তাদের চোরাচালানের রুট পরিবর্তন করেছে। এখন কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে ইয়াবা ঢুকছে বাংলাদেশে।
বুধবার (১৩ নভেম্বর) রাতে নগরীর কোতোয়ালী থানাধীন টাইগারপাস এলাকা থেকে ইয়াবাসহ আব্দুর রহিম (৩৫) নামে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার এক যুবককে আটক করে মহানগর গোয়েন্দা (দক্ষিন) বিভাগের সদস্যরা।
জিজ্ঞাসাবাদে রহিম এ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা উপ-পরিদর্শক ফররুখ আহমেদ মিনহাজ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বুধবার রাত সাড়ে দশটার দিকে আব্দুর রহিমকে ১২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, কুমিল্লার পদুয়া সিমান্ত দিয়ে ভারত থেকে আসা ইয়াবা সংগ্রহ করে সে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল।
তিনি আরো বলেন, রহিম একসময় নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল চোরাচালানে জড়িত ছিল।তার নামে সেনবাগ থানায় একটি মামলাও রয়েছে।সম্প্রতি ভারত সিমান্ত দিয়ে ইয়াবার চালান আসতে শুরু করলে সেও ইয়াবা চোরাচালানে জড়িয়ে পড়ে।
কোতোয়ালী থানায় এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন এ গোয়েন্দা কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/টিএম













