খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মুহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। এ সময় চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন। তাদের এই কর্মসূচির ফলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা প্রায় আধা ঘণ্টা স্থায়ী ছিল। বিকেল ৬টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
অবরোধে অংশ নেওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “জুলাই এখনো শেষ হয়নি। জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো স্বৈরাচারের জায়গা নেই। কুয়েট ভিসি মাসুদ সম্পূর্ণ অন্যায়ভাবে ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন। আজকের মধ্যে তিনি পদত্যাগ না করলে আমরা আবারও দেশব্যাপী অবরোধ কর্মসূচি দিতে বাধ্য হবো।”
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন, যার মধ্যে ছিল “জুলাইয়ের বাংলাদেশ, ফ্যাসিবাদের হয়নি শেষ”, “কুয়েটের সাথে আছে চবিয়ান চবিয়ান”, “ভিসি মাসুদ স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়”, “কুয়েট তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” ইত্যাদি।
পিএন/এআরই/বাংলাধারা