৭ নভেম্বর ২০২৫

কুরিয়ার সার্ভিসে চুরি, ৪ চোরকে ধরল খুলশীর পুলিশ

বাংলাধারা প্রতিবেদক»

নগরের দুই নম্বর গেইট সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫টি মোবাইল, ১টি হাতঘড়ি ও ক্যানোন ক্যামেরার ২টি ল্যান্স উদ্ধার করা হয়।

বুধবার (৩১ আগস্ট) সকাল থেকে হাটহাজারী, রাউজান ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—মো.জসিম উদ্দিন (৪৬), মো.খোরশেদ আলম (৪২), মো.সাইফুল ইসলাম (৩৭) ও মো. রবি (২৮)।

পুলিশ জানায়, গত মাসের ৩ তারিখ রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস বন্ধ করে সবাই চলে গেলে রাতের কোন এক সময় চোরচক্র দ্বিতীয় তলার পিছনের টিন কেটে ভিতরে প্রবেশ করে ৬টি ক্যাশ কাউন্টার থাকা নগদ ১ লাখ ৩২ হাজার ২২০ টাকা ও ২ লাখ ৭০ হাজার ৫০০ টাকা মূল্যের গ্রাহকদের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। পরের দিন সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে থানায় অভিযোগ করলে। অভিযোগে সূত্র ধরে হাটহাজারী, রাউজান ও চান্দগাঁও এলাকা থেকে জড়িত চার জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মাহিন সরওয়ার বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় দুই নম্বর গেইট সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে চুরির ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া কিছু মামলা উদ্ধার করা সম্ভব হলেও চুরি হওয়া নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে, চুরির কাজে ব্যবহৃত ৩টি প্লাস, ১টি সিলাই রেঞ্জ, ২টি টিন কাটার, ১টি লোহার তৈরি টায়াল লিভার ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, তারা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য । তারা সংঘবদ্ধভাবে নগরের বিভিন্ন স্থানে চুরির কাজ সংঘটিত করে থাকতো। এই চক্রের সাথে আর কেউ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাথী/বাংলাধারা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ