বাংলাধারা ডেস্ক »
কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় মাটিবোঝাই একটি ট্রলির চালকসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় পোড়াদহ রেলওয়ে জংশনের অদূরে কাটদহচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বশিনগর গ্রামের আজগর আলীর ছেলে কাওছার (৩৫) ও একই গ্রামের মহিবুল (৪০)।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পোড়াদহ স্টেশনের মাস্টার শরিফুল ইসলাম।
স্টেশন মাস্টার বলেন, আন্তঃনগর ট্রেন ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল। কাটদহচর এলাকায় অরক্ষিত রেলগেট দিয়ে স্থানীয় একটি ইটভাটার মাটিবোঝাই ট্রলি পার হওয়ার সময় ট্রলিটি ধাক্কা খায় ট্রেনটির সঙ্গে।
এ সময় ট্রেনটি ট্রলিটিকে টেনে বেশ কিছুদূর গিয়ে থামে। এতে ট্রলির চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। ট্রেনের ফ্রন্ট প্লেটের সঙ্গে ট্রলি আটকে যাওয়ায় ট্রেনটি ঘটনাস্থলেই থেমে যায়।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, অবৈধভাবে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। নিহত দুই শ্রমিকের পরিচয় জানার চেষ্টা চলছে। সূত্র : বাংলাদেশ জার্নাল
বাংলাধারা/এফএস/টিএম/এএ













