বাংলাধারা প্রতিবেদন »
কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মোহাম্মদ ইয়াসিন নামে এক প্রবাসী। এর আগে বুকে ব্যথা উঠলে প্রবাসীরা তাকে ওই হাসপাতালে ভর্তি করে। রোববার (১৩ নভেম্বর) রাতে দেশটির জাহারা হাসপাতালে তিনি মারা যান।
মোহাম্মদ ইয়াসিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলা হাজী মোবারক আলী বাড়ির বাসিন্দা। কুয়েতে একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করতেন তিনি।
নিহতের ফুফাতো ভাই মোহাম্মদ রাসেল জানান, ৩০ বছরের বেশি সময় ধরে তিনি কুয়েতে অবস্থান করছেন। সেখানকার একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করতেন। গতকাল মধ্যরাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে অ্যাম্বুলেন্স যোগে তাকে জাহারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার এয়ার অ্যারাবিয়ার একটি বিমানে মরদেহ দেশে পাঠানো হবে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. কামরুজ্জামান বলেন, ইয়াছিন আমার এলাকার বাসিন্দা। ৩০ বছর ধরে তিনি প্রবাসে রয়েছেন। গতকাল রাতে তিনি স্ট্রোকে মারা গেছেন। মঙ্গলবার উনার মরদেহ দেশে নিয়ে আসা হবে।