১৫ জানুয়ারি ২০২৬

কৃষিজমির টপসয়েল কাটার দায়ে স্কেভেটর ও ৩ ডাম্পার জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি স্কেভেটর ও তিনটি ডাম্পার জব্দ করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী সিকদার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

এ সময় অবৈধভাবে কৃষিজমির উর্বর টপসয়েল কাটার ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর ও তিনটি ডাম্পার জব্দ করা হয়। জব্দ যানবাহনগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ফসলি জমির টপসয়েল নষ্ট করা একটি শাস্তিযোগ্য অপরাধ।

অভিযানের খবর পেয়ে মাটি খেকোরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ধরনের অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ