৯ নভেম্বর ২০২৫

কৃষি প্রণোদনা পেল বোয়ালখালীর ২১৫০ কৃষক

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বোরো মৌসুমে ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনার আওতায় পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২১৫০ জন কৃষকের মাঝে এ বীজ-সার বিতরণ করেন উপজেলা কৃষি অফিস।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ জানান, উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের হাইব্রিড, উপশী ধান বীজ ও সার দেওয়া হয়েছে। ১৪’শ কৃষককে জনপ্রতি এক বিঘা জমিতে চাষের জন্য ২ কেজি করে হাইব্রিড ধান বীজ এবং ৭৫০ জন কৃষককে এক বিঘা জমিতে চাষের জন্য জনপ্রতি ৫ কেজি করে উপশী ধান বীজ ও ২০ কেজি করে ডিওপি-এমওপি সার দেওয়া হয়েছে।

বীজ-সার বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সূর্য কান্ত শীল ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ