৯ নভেম্বর ২০২৫

‘কেএমও’র প্রাক্তন ছাত্রদের উদ্যোগে মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭২তম মৃত্যুবার্ষিকী পালন

বাংলাধারা ডেস্ক »

ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংবাদিকতার পথিকৃৎ, শিক্ষা সম্প্রসারণের অগ্রদূত মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) তারই প্রতিষ্ঠিত কদম মোবারক মুসলিম এতিমখানার প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘কেএমও প্রাক্তন ছাত্র পরিষদ’র উদ্যোগে এতিমখানা প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ আরিফ ও মঈনুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোর্শেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা, মো. শফি খান, মো. আবুল কাশেম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আজাদ নিজামুল হক, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাক্ত সার্জেন্ট আহমদ ছফা ও মাওলানা আলাউদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন কদম মোবারক এম ওয়াই স্কুলের সম্মানিত শিক্ষকমণ্ডলী ও কদম মোবারক এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর, অহিংস মতবাদের ধারক, সুশিক্ষার প্রসারে দক্ষ, মুক্তবুদ্ধি চর্চার মনীষী। তার ত্যাগী জীবন সকলের জন্য অনুসরনীয়। কদম মোবারক মুসলিম এতিমখানা তার অন্যতম কীর্তি।

এসময় বক্তারা তাদের বক্তব্যে মনিরুজ্জামান ইসলাবাদীর বিভিন্ন অবদান ও তার আদর্শ তুলে ধরেন। এছাড়া তার অপ্রকাশিত গ্রন্থ প্রকাশ করার বিষয়ে মত প্রদান করেন এবং গবেষণা ও লেখনির মাধ্যমে ইসলামাবাদীর অবদান বর্তমান প্রজম্মের কাছে তুলে ধরার জন্য আহবান জানান।

ইসলামাবাদীর জীবন ও কর্মযজ্ঞ নিয়ে রচনা প্রতিযোগিতা, কেরাত ও হাম-নাত প্রতিযোগিতা, প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং দুপুর ও রাতে বেজবানের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ