বোয়ালখালীর কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ‘কেজিএইচএস ফুটসাল ফেস্টিভ্যাল সিজন-২’-এর চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৮ মে (বুধবার) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি উন্মোচন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ বড়ুয়া।
উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, “এই ধরনের আয়োজন প্রাক্তন ও বর্তমান প্রজন্মের মাঝে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং বিদ্যালয়ের ঐতিহ্যকে সামনে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জোগায়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং ২০০১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রাক্তনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ২০০১ ব্যাচের মেহেদী হাসান সুজন।
আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টটি আগামী ৯ ও ১০ জুন উপজেলার একটি টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। এতে মোট ১৭টি দল অংশ নেবে। এই আয়োজনকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও স্মৃতিচারণার আমেজ তৈরি হয়েছে বলে জানান আয়োজকরা।
এআরই/বাংলাধারা