গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে সংগঠনের নেতারা গ্রেপ্তার হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, “সারা দেশে আমরা দেখতে পাচ্ছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে নামে-বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ রাজনৈতিক শেল্টারে ঢুকে বা বিপথগামী হয়ে চাঁদাবাজি, দুর্নীতিতে জড়াচ্ছে। যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।”
তিনি জানান, এসব পরিস্থিতি মোকাবিলায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব শাখার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংগঠনের ব্যানার ব্যবহার করে কেউ অপকর্মে লিপ্ত হলে, আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।
এদিকে শনিবার রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্নাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সংগঠনের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে।
উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের পাশাপাশি গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতাও রয়েছেন। সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমাও এরই মধ্যে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে দাবি করেছেন, এসব অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ সংগঠনের ভেতরে বহুদিন ধরেই চলছিল।
বাংলাধারা/এফইএমএফ