২৪ অক্টোবর ২০২৫

কোটি টাকার ভারতীয় কাপড়সহ যুবক ধরা

বাংলাধারা প্রতিবেদক »

ফেনীতে অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও লেহেঙ্গা উদ্ধার করে মো. শাহ আলম (২৮) নামে এক চোরাকারবারি আটক করেছে র‌্যাব-৭।

রোববার (৪ সেপ্টেম্বর) ফেনী মডেল থানার হাসপাতাল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহ আলম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বিজয়করা এলাকার আ. জলিলের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে একটি কাভার্ডভ্যান থেকে ২ হাজার ৮৮০ পিস ইন্ডিয়ান শাড়ি, ২৩৫ পিস লেহেঙ্গা এবং ১০০ পিস থ্রি-পিসসহ একজনকে আটক করা হয়। এসময় চোরাই মালামাল বহন করা কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দেশ ভারত হতে শুল্ক/কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বিভিন্ন কাপড় এনে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাইকারি মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধার চোরাই কাপড়ের আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে জানান তিনি।

আটক আসামি এবং উদ্ধার মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন