৮ ডিসেম্বর ২০২৫

কোটি টাকা শুল্ক ফাঁকি: ২৫৮ কার্টুন জর্দ্দা জব্দ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার হিঙ্গুলী গ্রামে আবছার ট্রেডার্সে অভিযান চালিয়ে ২৫৮ কার্টুন হাকীমপুরী জর্দ্দা জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের প্রিভেন্টিভ দল।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ অভিযানটি পরিচালনা করা হয়।

জানা যায়, ঢাকার কাউছ কেমিক্যাল ওয়ার্কসে হাকিমপুরী জর্দ্দাগুলো তৈরি করা হয়। প্রতি কৌটায় ৫০ গ্রামের ২১৬ কৌটা বিশিষ্ট ১০০ কার্টুন এবং ২৭৬ কৌটার ১৫৮ কার্টুন জব্দ করা হয় যার মোট পরিমাণ ৩ হাজার ২৬০ কেজি।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা মো. আবদুল হাদী মজুমদার বাংলাধারাকে জানান, অভিযানকালে প্রতিষ্ঠানের মালিককে পাওয়া যায় নি। প্রতিষ্ঠানে অবস্থানরত কর্মচারী মো: সুমন মজুমদারকে জর্দ্দাগুলো কোথা থেকে আনা হয়েছে এবং তার স্বপক্ষে কোন মূসক চালান আছে কিনা তা জানতে চাইলে সে এ ব্যাপারে কিছু জানে না বলে প্রিভেন্টিভ দলকে জানায়।

তিনি বলেন, প্রতিষ্ঠানে কিছু ডেলিভারী চালান ছাড়া মূসক ও সম্পূরক শুল্ক পরিশোধ সংক্রান্ত ক্রয়ের চালান পাওয়া যায় নি। প্রতিষ্ঠানটি ১ কোটি ৪৬ লাখ ৭১ হাজার ৮০০ টাকা সম্পূরক শুল্ক ও ৩৬ লাখ ৬৭ হাজার ৯৫০ টাকা মূল্য সংযোজন কর (মূসক) সহ মোট ১ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৭৫০ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে।

তিনি আরো বলেন, জব্দকৃত পণ্যগুলো কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সদর দপ্তরে নিয়ে আসা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ