চট্টগ্রাম নগরীর জমিউতুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে একটি সুজুকি জিক্সার মোবাইল চুরির ঘটনায় দায়ের করা মামলায় ফরহাদ প্রকাশ শুভ (১৯) নামের এক যুবককে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। এসময় চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া আছিয়া মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ফরহাদ চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়ার মোঃ হোসেনের বাড়ির হোসেনের ছেলে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, গত ৩ নভেম্বর নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদের পশ্চিম গেইট সংলগ্ন মসজিদের প্রবেশ পথে সিঁড়ির বাম পাশে খালি জায়গা থেকে একটু সুজুকি জিক্সার মোবাইল চুরির ঘটনায় কোতয়ালী থানায় একটা মামলা দায়ের করলে নগরীর ধনিয়ালপাড়ায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এসময় তার দেখানো স্থান থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে।













