বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতোয়ালী থানা এলাকায় সক্রিয় মোটর সাইকেল চুরি চক্রের ৪ সদস্য আটক, একটি পিস্তল ও একটি টিপ ছোরা উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার ( ২৯ জানুয়ারি ) রাত সাড়ে নটার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো; সাজ্জাদ হোসেন (২৫), মোঃ ওসমান গনি (২৪), মোজাম্মেল হক মজনু (৩০) ও মোঃ শাকিউল বশর মিনহাজ (৩৩) ।
সাজ্জাদ চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার বদিউল আলমের ছেলে। ওসমান চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আবুল বশরের ছেলে। মজনু চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার মোঃ ইদ্রিসের ছেলে। মিনহাজ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মৃত আবুল বশরের ছেলে।
পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মোটর সাইকেল চোর চক্রের সদস্যদের অবস্থান জানতে পেরে প্রযুক্তির সহায়তায় কোতোয়ালী থানাধীন পুরাতন ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। উক্ত অভিযানে সাজ্জাদ ও ওসমানকে আটক করা হয়। আটকপরবর্তী তাদের দেহ তল্লাশী করে একটি পিস্তল ও একটি টিপ ছোরা উদ্ধার করে পুলিশ ।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত সংঘবদ্ধ ভাবে নগরীর বিভিন্ন ব্যস্ততম এলাকা হতে নামী-দামী বিভিন্ন মোটরসাইকেল চুরি করে থাকে। তারপর চুরি করা মোটরসাইকেল বিক্রয়ের জন্য কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যায়। এ প্রক্রিয়ায় আসামীরা দীর্ঘদিন যাবত নগরীতে মোটর সাইকেল চুরির সাথে জড়িত রয়েছে বলে জানা যায়।
পরবর্তিতে আরো জিজ্ঞাসাবাদে এ চক্রের অপর সদস্যদের নাম, ঠিকানা প্রকাশ করলে অভিযান পরিচালনা করে মোজাম্মেল হক মজনু (৩০) ও মোঃ শাকিউল বশর মিনহাজ (৩৩)’র আটক করা হয়।
উল্লেখ্য, নগরীর বিভিন্ন স্থানে আটককৃতদের মোটর সাইকেল চুরির ভিডিও ফুটেজে ইতিমধ্যে তাদের সনাক্ত করা হয়েছে বলে জানায় পুলিশ।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা













