৩০ অক্টোবর ২০২৫

কোতোয়ালীতে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বান্ডেল রোড এলাকা থেকে ২শ পিস ইয়াবাসহ মোঃ রেজাউল করিম (৫২) নামের একজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে কোতোয়ালী থানাধীন বান্ডেল রোডস্থ মা বিল্ডিংয়ের পাশে বশিরুজ্জামান চেম্বারের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ রেজাউল করিম চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন হাজী আহম্মদ হোসেন বাড়ির মৃত হাজী আহমদ হোসেনের ছেলে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন বান্ডেল রোডস্থ মা বিল্ডিংয়েরর পাশে বশিরুজ্জামান চেম্বারের সামনে পাকা রাস্তার উপর থেকে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যঅহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন