চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘীর পূর্ব পাড় থেকে ২০ কেজি গাঁজাসহ সাজ্জাত হোসেন মজুমদার (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত সাজ্জাত হোসেন মজুমদার ফেনীর ছাগলনাইয়া পৌরসভার হেনজু মিয়া মজুমদার সড়কের মিয়াজী পাড়ার মীর হোসেন মজুমদারের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে লালদিঘীর পূর্বপাড় তরু টি চা পাতার দোকান থেকে সাজ্জাত হোসেন মজুমদারকে ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, একটি সাদা রঙের নোহা গাড়িও জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির চালক সাইমুন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফেনী জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা কিনে বিক্রির উদ্দেশ্যে ওই গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
 
				












