৫ নভেম্বর ২০২৫

কোতোয়ালী থানায় গিয়ে খুঁজে নিন আপনার ছিনতাই বা চুরি হওয়া মোবাইল সেট

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কোতোয়ালী থানাধীন লাভলেইন মোড়ে গত রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনটি মোবাইল ফোনসহ মোঃ নজরুল ইসলাম (৫০) নামক এক ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। তার স্বীকারোক্তিতে নগরীর রিয়াজউদ্দিন বাজারে মোবাইল ছিনতাই সিন্ডিকেটের সাথে জড়িত তিনটি দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ১৬০টি মোবাইল সেট। আটক করা হয়েছে মোবাইল ছিনতাই সিন্ডিকেটের চার সদস্যকে। এ ঘটনায় জড়িত একজন পলাতক রয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন তার ব্যক্তিগত ফেসবুক পেইজে পোস্ট দিয়ে জানিয়েছেন “হারিয়ে যাওয়া, ছিনতাই হওয়া কিংবা চুরি হওয়া ১৬০ টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এখানে থাকতে পারে আপনার শখের মোবাইলটিও। যাচাই-বাছাই করে নিয়ে যান আপনার মোবাইলটি।

তাহলে দেরি কিসের। এখনই যোগাযোগ করুন-

ইন্সপেক্টর মো: কামরুজ্জামান ০১৭৬৯০৫৮১৪০
এস আই তারিকুজ্জামান ০১৭৩৫৮৭৫৭৮৫
কোতোয়ালী থানা

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ