বাংলাধারা স্পোর্টস »
শেষ পর্যন্ত নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে সার্জিও রামোসের। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন না হওয়ায় আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল ছেড়ে অন্য কোন দলে পাড়ি জমাবেন ৩৫ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার।
বুধবার (১৬ জুন) দিবাগত রাতে নিজেদের ওয়েবসাইট ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই কথা জানায় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার রামোসকে সম্মান জানাতে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে লস ব্লাঙ্কোসরা। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন ক্লাব সভাপতি ফ্লেরেন্তিনো পেরেজ। এরপর সংবাদ সম্মেলনে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিকে বিদায় জানানোর ঘোষণা দেবেন বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ তারকা।
ক্রীড়া বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, রামোসের চুক্তি এক বছর বাড়াতে চেয়েছিল রিয়াল। তবে পারিশ্রমিক হিসেবে বর্তমান বেতনের ১০ শতাংশ কম নিতে হতো তাকে। মনঃপুত না হওয়ায় সেই প্রস্তাবে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
২০০৫ সালে স্বদেশি ক্লাব সেভিয়া থেকে রামোসকে দলে টেনেছিল রিয়াল। তাকে পেতে তাদেরকে খরচ করতে হয়েছিল ২ কোটি ৭০ লাখ ইউরো। এরপর দেড় দশকেরও বেশি সময় কাটিয়ে রিয়ালের হয়ে ৬৭১ ম্যাচে ১০১ গোল করেছেন তিনি। সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের বিদায়ের পর থেকে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন তিনি।
রিয়ালের হয়ে পাঁচটি স্প্যানিশ লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২২টি শিরোপা জিতেছেন রামোস। ক্লাবটির হয়ে তার ব্যক্তিগত অর্জনের ঝুলিও ভীষণ ভারী। তিনি পাঁচবার জিতেছেন লা লিগার মৌসুমের সেরা ডিফেন্ডারের পুরস্কার।
সবশেষ মৌসুমে কয়েক দফা চোটের সঙ্গে লড়াই করতে হয় রামোসকে। সবমিলিয়ে মাত্র ২১ ম্যাচে মাঠে নামতে পারেন তিনি। ফলশ্রুতিতে ২০২০ ইউরোর স্পেনের স্কোয়াডে তাকে রাখেননি কোচ লুইস এনরিকে।
কোথায় যাচ্ছেন রামোস?
সেটা অব্যশ এখনো জানা যায়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড অথবা প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) যেতে পারেন তিনি। শোনা যাচ্ছে তার আগের ক্লাব সেভিয়াও তাকে নিতে আগ্রহী। রামোসকে পাঁচ বছরের একটি চুক্তির প্রস্তাবও দিয়ে রেখেছে তারা।
বাংলাধারা/এফএস/এআর













