৩০ অক্টোবর ২০২৫

কোনভাবেই নাগরিকত্ব আইন বাতিল হবে না : অমিত শাহ

বাংলাধারা ডেস্ক »

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যতই বিক্ষোভ কিংবা বিরোধিতা হোক না কেন কোনভাবেই আইনটি বাতিল করা হবেনা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) লাখনৌতে এক জনসভায় এমন হুশিয়ারী দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন কংগ্রেস, সমাজবাদী পার্টিসহ বিরোধীদলগুলো আইন নিয়ে মিথ্যা আর বিভ্রান্তি ছড়াচ্ছে। মমতা, মায়াবতীসহ বিরোধীদলের নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে অমিত শাহ দাবি করেন, আইনে কাউকে দেশ থেকে বিতাড়িত করার কথা বলা হয়নি।

আইনের বিরুদ্ধে লখনৌতে আজও বিক্ষোভ করেছেন নারীরা। গেলো কয়েকদিনের বিক্ষোভে অংশ নেয়ায় এরআগে, বিখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানার দুই মেয়েসহ, শতাধিক নারীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। বিক্ষোভ অব্যাহত আছে, নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন