ইয়াসির রাফা »
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড থেকে আওয়ামী লীগের কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন পুলক খাস্তগীর। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের আহ্ববায়ক কমিটির সদস্য পদের দায়িত্ব পালন করে আসছেন। আসন্ন এ নির্বাচনে ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ মনোনিত কাউন্সিলরে পুলক খাস্তগীরকে নিয়ে এ ওয়ার্ডের জনসাধারণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
আসন্ন নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্পর্কে পুলক খাস্তগীর বাংলাধারাকে বলেন, দেশনেত্রী শেখ হাসিনার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে যোগ্য মনে করেছেন এ আমার পরম পাওয়া।
তিনি বলেন, নির্বাচিত হলে ইনশাল্লাহ ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড মানুষের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েই কাজ করে যাবো। আশা করছি পাথরঘাটা ওয়ার্ডের জনগণ আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখবেন।
নির্বাচিত হলে কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বাংলাধারাকে বলেন, আমি কোন মিথ্যা আশ্বাস দেবো না। যদি নির্বাচিত হই তাহলে কর্পোরেশন বা সরকার থেকে উন্নয়নের জন্য যেসব বরাদ্দ হবে তা উন্নয়ন খাতে সুষম ও সুস্থ বণ্টনের ব্যবস্থা করবো । সর্বপরি একটি সুন্দর সামাজিক জন ও সাংস্কৃতিক মনস্ক পরিবেশ গড়ে তুলবো।
৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, তিনি আর্তমানবতার সেবায় নিয়োজিত কার্যক্রম ও অসুস্থ রোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদানসহ একক প্রচেষ্টায় সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পালন করে আসছেন। এছাড়াও নিয়মিত এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং জঙ্গিবাদবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছেন। যুবকদের মাদক থেকে দূরে রাখতে নানা রকম সাংস্কৃতিক কার্যক্রম ও করে থাকেন তিনি।
খেলাঘর, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নামক দুটি সাংস্কৃতিক সংগঠন ও পরিচালনা করেছেন। এছাড়াও মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে নিয়মিত কাজ করে আসছেন তিনি। ব্যাক্তিগত জীবনে পুলক খাস্তগীর একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন আদর্শবান জনপ্রিয় ব্যক্তি।
তার সম্পর্কে এই ওয়ার্ডে দীর্ঘ ২২ বছর যাবত বসবাসকারী সালাম রহমান বলেন, পুলক সাহেবকে এলাকাবাসী সব সময় নানা রকম কাজে পাশে পেয়েছে। তিনি তরুণদের সাথে নিয়ে মাদক বিরোধী, সামাজিক ও সাংস্কৃতিক যেসব কর্মকাণ্ড করেন তা সত্যই প্রশংসনীয়।
স্থানীয় পান দোকানদার পল্লব বলেন, এলাকার মানুষ তাকে চায়। তিনি যদি নির্বাচিত হয় তার প্রতি দাবি থাকবে খাল এগুলা যেনো সময় মতো পরিস্কার করা হয়। নানা রোগ ছাড়ায় এগুলো থেকে। আশা করি তিনি এসব দাবি পূরণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সাদা মনের মানুষ নিয়ে দেশ গড়ার অঙ্গিকারে জনপ্রতিনিধি হিসেবে দলীয় ভাবে যাচাই-বাছাই করে তাকে মনোনয়ন প্রণয়ন করা হয়েছে। পুলক সেই প্রত্যাশা পূরণ করবেন বলেই এলাকাবাসীর বিশ্বাস।
পাথরঘাটা ওয়ার্ডের আয়তন ০.৮৬ বর্গ কিলোমিটার। ২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী পাথরঘাটা ওয়ার্ডের লোকসংখ্যা ২৯,৫৪৯ জন। এর মধ্যে পুরুষ ১৬,১১৫ জন এবং মহিলা ১৩,৪৩৪ জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পূর্বাংশে পাথরঘাটা ওয়ার্ডের অবস্থান। এর পূর্বে ৩৫নং বকশীর হাট ওয়ার্ড, উত্তরে ৩৫নং বকশীর হাট ওয়ার্ড ও ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড, পশ্চিমে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড ও ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড এবং দক্ষিণে কর্ণফুলি নদী ও কর্ণফুলি উপজেলার চর পাথরঘাটা ইউনিয়ন অবস্থিত।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা













