নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে, নির্বাচন বানচাল করার কোন শক্তি নেই যে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
তিনি বলেন, এ দেশের মানুষ দেখেছে ১৩/১৪ সালে বিএনপি হরতাল অবরোধের নামে গাড়ি ভেঙেছে, বাড়ি ভেঙেছে, পুলিশের মাথা থেঁতলে দিয়েছে, হত্যা করেছে, রেললাইন তুলেছে, স্কুল কলেজে আগুন দিয়েছে, ১৫ সালে হরতাল-অবরোধের নামে খালেদা জিয়া বিএনপির অফিসে আশ্রয় নিয়েছে। তিনি বলেছিলেন— শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত, দেশ ত্যাগ না করা পর্যন্ত তিনি ঘরে ফিরে যাবে না। ৯০ দিন একটানা হরতাল করেছে। তারপর ব্যর্থতার কালিমা নিয়ে গুলশানের বাড়িতে ফিরে গেলেন। এবারও একই কায়দায় অরাজকতা সৃষ্টি করতে চাই বিএনপি। যত বাঁধা বিপত্তি আসুক না কেন আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী প্রশাসন খুবই সংগঠিত। বিএনপি যেকোন ধরনের অরাজকতা ও নৈরাজ্য করতে চাইলে সেটা তারা মোকাবিলা করবে। আপনারা নেতাকর্মীরা প্রস্তুত থাকবেন
‘সকল প্রকার সহযোগিতা আমাদের প্রশাসনকে দিতে হবে। যেকোন মূল্যে বিএনপির সন্ত্রাসকে আমরা মোকাবিলা করব। এদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। সেই নির্বাচন করবে নির্বাচন কমিশন। আমাদের দায়িত্ব হবে তাদের সহযোগিতা করা। নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে, কোন শক্তি নেই যে নির্বাচনকে বানচাল করার। বিএনপিকে চরম মূল্য দিতে হবে। আগেও দিয়েছে, আগামীতে দিতে হবে। আমাদের সংবিধানে সুস্পষ্ট লেখা আছে- যে সরকার ক্ষমতায় থাকবে তার আওতায় নির্বাচন হবে। সংবিধান পবিত্র; তার বত্যয় হওয়ার কোন সুযোগ নেই।’
সোমবার (১৭ জুলাই) বেলা ১১ টায় চট্টগ্রামের রাউজান সরকারি কলেজের মাঠে রাউজান উপজেলায় ৫ লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাউজানে পাঁচ লক্ষ চারা রোপন কর্মসূচি একটি সর্ববৃহৎ সামাজিক আন্দোলন। এই আন্দোলন আমরা সারা দেশে ছড়িয়ে দিব। ফজলে করিম চৌধুরীর এই উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের যৌথ সঞ্চালনায় সভায় ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাউজান উপজেলায় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে ধাপে ধাপে ইতোপূর্বে ২০ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। এরমধ্যে ২০১৭ সালে এক ঘণ্টায় ৪ লাখ ৮৭ হাজার গাছের চারা রোপন করা হয়।













