১৬ ডিসেম্বর ২০২৫

কোপা আমেরিকার সেমিতে কে কার মুখোমুখি

বাংলাধারা স্পোর্টস  »

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা কাপ শেষ হওয়ার পথে। ১০ দলের টুর্নামেন্ট এসে ঠেকেছে চার দলে। সেমিফাইনালে উঠেছে ব্রাজিল, আর্জেন্টিনা, কলাম্বিয়া ও পেরু। এই চার দল নিয়ে আগামী মঙ্গলবার থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই।

ফাইনালে যাওয়ার পথের বাঁধা হিসেবে ব্রাজিলের প্রতিপক্ষ ঠিক হয়ে গেছে আগেই। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে সেমিফাইনালে সেলেকাওরা লড়বে পেরুর বিপক্ষে। বাংলাদেশ সময় আগামী ৬ জুলাই (মঙ্গলবার) ভোর ৫টায় মুখোমুখি হবে ব্রাজিল ও পেরু।

আর আজ লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে শেষ চার নিশ্চিতের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষও ঠিক হয়ে গেছে আলবিসেলেস্তদের। এদিন সকালে ইকুয়েডরকে ৩-০ গোলের হারানোর আগেই আর্জেন্টিনার প্রতিপক্ষ ঠিক হয়ে ছিল। দিনের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালের স্পট পূরণ করে রাখে কলম্বিয়া।

ফাইনালে ওঠার লড়াইয়ে তাই এই কলম্বিয়ার মুখোমুখিই হবে মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ৭ জুলাই (বুধবার) সকাল ৭টায় সেমিফাইনালের যুদ্ধে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া।

সেমিফাইনালের সূচি

প্রথম সেমিফাইনাল : ব্রাজিল ও পেরু – ৬ জুলাই, ভোর ৫টা।

দ্বিতীয় সেমিফাইনাল : আর্জেন্টিনা ও কলম্বিয়া—  ৭ জুলাই, সকাল ৭টা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ