৩০ অক্টোবর ২০২৫

কোভিড-১৯: মৃতের সংখ্যা ১১০৭ এ উন্নীত

বাংলাধারা ডেস্ক »  

প্রাণঘাতী  ‘কোভিড-১৯’ নামক রোগে (করোনা ভাইরাসে আক্রান্ত) গণচীনে এখন পর্যন্ত মারা গেছেন ১১১৩ জন। গত ২৪ ঘণ্টায় এ মরণ ব্যাধিতে নতুন করে মৃত্যু হয়েছে ৯১ জনের। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫৩ জন। সূত্র: চীনাডেইলী

এরইমধ্যে চীন আজ বুধবার(১২ফেব্রুয়ারি) একটি আমারবাণী শুনিয়েছে, তা হল ‘কোভিড-১৯’ রোগে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের থেকে কিছুটা কমছে।

সোমবারের আক্রান্তের সংখ্যা ছিল ৪০ হাজার ৭১০ জন।

মঙ্গলবার এই সংখ্যা ছিল ৪২ হাজার ৬৩৮ জন।

মঙ্গলবার নতুন করে যোগ হয়েছে মাত্র ১ হাজার ৫০০ জন। এ

আর গত এ পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে নতুন করে ‘কোভিড-১৯’ আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অন্তত ২৫টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস।

প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। ভাইরাসটি যাতে ছড়িয়ে না যায়, সেজন্য হুবেই প্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে চীন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন