৩১ অক্টোবর ২০২৫

কোরবানির পশু জবাই করতে গিয়ে যুবক আহত

চট্টগ্রামের রাউজানে কোরবানির পশু জবাই করতে গিয়ে ছুরিকাঘাতে মো. সালাউদ্দিন (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে উপজেলার চিকদাইর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে গরু জবাই করার সময় এই দুর্ঘটনা ঘটে।

আহত সালাউদ্দিন ওই এলাকার সুলতান আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হুজুর গরু জবাই করার সময় গরু নড়ে উঠলে গরুর গলা থেকে ছুরি উঠে হাতে লাগে।

জানা যায়, চাচাতো ভাইয়ের গরুর জবাই করার সময় সহযোগিতা করতে যান সালাউদ্দিন। এসময় অসাবধানতাবশত ধারালো ছুরি হাতে লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয় গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফিরেন তিনি।

আহত সালাউদ্দিন বলেন, চাচাতো ভাইয়ের কোরবানির গরু জবাই করতে গিয়ে ছুরি তার হাতে লেগে যায়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হলেও বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান।

আরও পড়ুন