বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের বহির্নোঙরের গহিরা এলাকায় অভিযান পরিচালনা করে মো. নিজাম উদ্দিন (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ১১৫ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু কতৃর্ক চট্টগ্রাম বহির্নোঙরের গহিরা সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ইঞ্জিন চালিত ছোট বোটের গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে মাধ্যমে থামার সংকেত দেয়। কিন্তু না থেমে বোটটি দ্রুত পালানোর চেষ্টা করে।
এসময় বোটটি বার আউলিয়া বেড়িবাঁধের পাশে ভিড়িয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে বোটসহ মো. নিজাম উদ্দিন (৩০) নামে একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত বোটটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১৫ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি জব্দ করা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হুইস্কি ও আটককৃত ব্যক্তিকে আনোয়ারা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাধারা/আরএইচআর













