৭ নভেম্বর ২০২৫

কোস্টগার্ডের ধাওয়া, ৩০ হাজার ইয়াবা রেখে পালাল টেকনাফের কারবারি

বাংলাধারা প্রতিবেদক »

কক্সবাজার জেলার টেকনাফ থানায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে এসময় সংশ্লিষ্ট মাদক কারবারিকে আটক করতে পারেনি তারা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানার সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় ২ জন মোটর সাইকেল আরোহীর গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে তারা মোটর সাইকেলটি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।

খন্দকার মুনিফ তকি বলেন,এসময় কোস্টগার্ড সদস্যরা তাদেরকে ধাওয়া করলে কাটাবুনিয়া এলাকায় মোটরসাইকেল থেকে ১ টি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ রাস্তার পাশের বনের মধ্যে ফেলে রাস্তা পরিবর্তন করে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

পরবর্তীতে জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ