২৮ অক্টোবর ২০২৫

কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের ফুল দিয়ে বৈশাখের শুভেচ্ছা জানালো পুলিশ

বাংলাধারা প্রতিবেদন »  

পহেলা বৈশাখের দিনে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাসায় ফুল নিয়ে শুভেচ্ছা জানিয়েছে পুলিশ। করোনার কারনে সব মানুষ যার যার বাসায় অবস্থান করছে। হোম কোয়ারেন্টিনে মেনে যারা বাসায় অবস্থান করছেন তাদের উৎসাহ দিতে পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারা নিয়ম ভঙ্গ করছেন কী না তাও যাচাই করে এসেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, আমরা শুরু থেকে যারা হোম কোয়ারেন্টিন মানছেন তাদের উৎসাহ দিয়ে আসছি। আমরা তাদের নজরদারি যেমন করছি সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যাতে সচেতনতা তৈরি হয় সে চেষ্টাও করছি। হোম কোয়ারেন্টিন থাকা ব্যক্তিদের বাসায় কমিশনার স্যারের পক্ষ থেকে ফল উপহার পাঠিয়েছি। হোম কোয়ারেন্টিন যারা সমাপ্ত করেছেন তাদের সনদও দিয়েছি। সবকিছুর উদ্দেশ্য করোনা থেকে বেঁচে থাকা।

তিনি বলেন, পহেলা বৈশাখে বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পুলিশ। এর মাধ্যমে তাদের উৎসাহ যেমন দেওয়া হলো তেমনি নজরদারিতে রয়েছেন তারা বিষয়টিও বুঝানো হলো।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন