২৪ অক্টোবর ২০২৫

ক্যান্সারের কাছে হেরে গেলেন সাংবাদিক সফি

দূরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পরও মৃত্যুর কাছে হেরে গেলেন কক্সবাজারের সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা সফিউল আলম (৪৬)।

রবিবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে চট্টগ্রামস্থ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) তিনি। সফি দৈনিক আমার সংবাদ ও দি বাংলাদেশ টুডে’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি তিন কন্যা, স্ত্রী, বাবা-মা, ভাইসহ অনেক স্বজন রেখে গেছেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ইউনিট সংগঠন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন এবং কক্সবাজার প্রেসক্লাবের সদস্য।

একইদিন (রবিবার) আছর নামাজের পর পেকুয়ার মগনামা মহুরিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

সফিউল আলম ১৯৭৭ সালে ২৮ নভেম্বর চকরিয়ার (বর্তমান পেকুয়া উপজেলা) মগনামা ইউনিয়নের মহুরী পাড়ায় জন্ম গ্রহণ করেন। তার পিতা ওসমান গণি, মাতা সাজেদা বেগম।

সফিউল আলম ২০১১ সালে গণমাধ্যমে কাজ শুরু করেন। কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দৈনন্দিন পত্রিকায় ব্যবস্থাপক হিসেবে কাজ শুরুর পর সর্বশেষ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জাতীয় দৈনিক দি বাংলাদেশ টুডে এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে যোগ দিয়ে মৃত্যু পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করে অ্যাডভোকেটশীপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

সফিউল আলম ছাত্রজীবনে মগনামা স্কুল ছাত্রলীগের প্রথম সাংগঠণিক কমিটির সহ সভাপতি, মাগনামা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। পারিবারিকভাবে সফিউল আলমের সকল নিকট স্বজন বাংলাদেশ আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন