বাংলাধারা ডেস্ক »
মালয়েশিয়াগামী ট্রলার ডুবে রোহিঙ্গার মৃত্যু প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ক্যাম্প থেকে নয় বরং বাইরে অবস্থানরত রোহিঙ্গারাই অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। অবৈধ অভিবাসন রোধে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে নজর দিতে হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, আগের রোহিঙ্গারা ১৯৯২ সালে এসেছে। তারা অনেকে ক্যাম্পে আছে, বাইরেও অনেকেই আছে। হয়তো বাইরে থাকা রোহিঙ্গারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল বলে এমন ঘটনা ঘটেছে। তবে মুত্যুর বিষয়টি দুঃখজনক।প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বমানবতার উদাহরণ ঘটিয়েছেন। বিশ্ব দরবারে প্রধানমন্ত্রীকে ‘মানবতার মা’ হিসেবে শনাক্ত করা হয়।
আবদুল মোমেন বলেছেন, দেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে গেছে। বর্তমানে দেশে সাড়ে ১০ লাখ মানুষ দরিদ্র রয়েছে। প্রধানমন্ত্রীর সহায়তায় এটি আগামী পাঁচ বছরের মধ্যে আরও কমিয়ে আনা হবে। বঙ্গবন্ধু একটি স্বাধীন রাষ্ট্র জন্ম দিয়েছেন। তিনি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। বাংলাদেশকে সোনার বাংলা গড়া না পর্যন্ত আমাদের ঘুম হারাম হয়ে গেছে।
চীনা নাগরিক যারা বাংলাদেশে আসতে চাচ্ছেন দেশে করোনোভাইরাস রোধে তাদের ‘অন এরাইভাল ভিসা’ (ভিসা ছাড়া প্রবেশ) বন্ধ রাখা হয়েছে। আপাতত তাদেরকে ‘অন এরাইভাল ভিসা’ দেয়া হচ্ছেনা। চীন থেকে বাংলাদেশি কাউকে এই মূহূর্তে সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না।তবে তারা স্বেচ্ছায় নিজ খরচে আসতে পারেন। কারণ, তাদেরকে আনার জন্য ইতোমধ্যে অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু বিমানের ক্রুরা কেউ বাইরে যেতে পারছে না, বিমান কোথাও যেতে পারছে না। সরকার আবার ফান্ড দিলে তাদের আনার চেষ্টা করা হবে। চীন সরকার বাংলাদেশিদের নিয়মিত খাওয়া-দাওয়া ও পানিসহ সব কিছু সরবরাহ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাধারা/এফএস/টিএম













