কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বসত ঘরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টার দিকে উখিয়া ক্যাম্প-৪ এর ই/৪ ব্লকে ভিকটিমের নিজ ঘরে ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসাইন।
নিহত যুবক সৈয়দ আলম (২৪) উখিয়ার ক্যাম্প- ৪ ব্লক-ই/৪, মো. মুছার ছেলে।
ওসি জানান, রোহিঙ্গা ক্যাম্প-৪ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৈয়দ আলম নামের এক যুবককে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তার বসত ঘরে ঢুকে ১০/১৫ জনের অজ্ঞাত দুর্বৃত্তদের দল গুলি করে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ভিকটিমকে ক্যাম্প-৩ এ অবস্থিত আইএমও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ওসি আরো জানান, এ ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে ওসি জানায়।













