১১ নভেম্বর ২০২৫

ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে ফের রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী-৮ ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ জোবায়ের (২৬) নামের আরেক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) ভোরে বালুখালী ক্যাম্পের এফ সাব-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত রোহিঙ্গা জোবায়ের উপজেলার পালংখালী ইউনিয়নের ওই বালুখালী ক্যাম্পের এফ সাব-ব্লকের বাসিন্দা উজির মিয়ার ছেলে। মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন সাধারণ রোহিঙ্গারা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী রোববার রাতে গণমাধ্যমকে জানান, রোববার ভোরে একদল দুর্বৃত্ত মোহাম্মদ জোবায়েরের দোকানে ঢুকে তার বুকে ও মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত জোবায়েরকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শেখ মোহাম্মদ আলীর মতে, নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, রোববার সকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্ত হামলায় মো. ইলিয়াস (৩৫)নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপ এ হামলা ঘটান বলে নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।

নিহত মো. ইলিয়াস নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্প বি-ব্লকের নাজির আহমদের ছেলে। তাকে বাড়ি থেকে ডেকে বের করেই হত্যা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। একইদিন ভোরে বালুখালীতে দোকানি রোহিঙ্গাকে খুন করে দুর্বৃত্তা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ