২৫ অক্টোবর ২০২৫

ক্রমবর্ধমান করোনার সংক্রমণে চট্টগ্রামে একদিনেই আক্রান্ত ১৫১ জন

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে নতুন করে আরো ১৫১ জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে ৮৯ জন চট্টগ্রাম মহানগরীর এবং ৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সোমবার (১৫ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি জানান, রোববার কক্সবাজার ল্যাব সহ চট্টগ্রামে ৬টি ল্যাবে ৭০৩ টি নমুনা পরীক্ষা করে ১৫১ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৩৫ জন।

২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১ জন। এ নিয়ে মোট মৃত্যু ১২১ জন এবং হাসপাতালে চিকিৎসা নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪০২ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ ২৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে সংক্রমণ শনাক্ত হয়েছে ৫১ জনের।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫টি নমুনা পরীক্ষা করে ১০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৭৬ টি নমুনায় সংক্রমণ পাওয়া গেছে ৪৮ জনের।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ১৫৩টি নমুনায় ৩৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে ছয়জনের।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামে ১০টি নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ পাওয়া গেছে একজনের।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্তের ৭০ ভাগ মহানগরীর বাসিন্দা। বাকি ৩০ ভাগ বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন