বাংলাধারা ডেস্ক »
করোনা-বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরেছে গত জুলাইয়ে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেট ফিরলেও মাঠে এখনো ফেরেনি দর্শক। তবে এবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একটা সাহসী সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ পাচ্ছে।
এ বছর ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে মেলবোর্নে দর্শক রাখার কথা ভাবছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। তবে ৮০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে উপস্থিত থাকার অনুমতি পেতে পারেন ৩০ হাজারের মতো দর্শক!
২৬ ডিসেম্বর বক্সিং ডেতে প্রতিবছর ঐতিহ্যের অংশ হিসেবে মেলবোর্নে টেস্ট খেলে অস্ট্রেলিয়া। এবারের মৌসুমে তাদের প্রতিপক্ষ ভারত। অস্ট্রেলিয়ানদের জন্য বড়দিনের পরের দিন এক ধরনের ক্রিকেট উৎসবও। আর সেই উৎসবে দর্শক না থাকটা খুব বেমানান।
ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যানড্রুজ জানান, ‘সংখ্যা যেমনই হোক আমরা দর্শকদের মাঠে আনতে ভীষণ আশাবাদী। বক্সিং ডে টেস্ট অবশ্যই ভিন্ন, কারণ এটা অন্য মাত্রা তৈরি করে। আমি খুবই আত্মবিশ্বাসী এই টেস্টে দর্শকরা উপস্থিত থাকবেন।’
বাংলাধারা/এফএস/ওএস/এআর













