বাংলাধারা ডেস্ক »
কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার মাদক সম্রাট খ্যাত বুজরুক ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। যা দেশের ইতিহাসে সবচেয়ে পড় আইস এর চালান। জব্দ আইসের আনুমানিকমূল্য ৬৩ কোটি টাকা।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে ৩৪ বিজিবি’র চিত্তবিনোদন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ৩৪ বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মেহেদী হোসাইন কবির ।
তিনি বলেন, ‘বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মায়ানমার থেকে মাদক ক্রিস্টাল মেথ (আইস) পাচারের খবরে বালুখালী বিওপি’র সদস্যরা কৌশলে অবস্থান নিয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এক পর্যায়ে খবর আসে পালংখালী রহমতের বিল এলাকায় বিপুল পরিমাণ আইস পাচারের উদ্দেশে মজুদ রাখা হয়েছে। খবর পেয়ে একটি আশ্রয় কেন্দ্র থেকে ২১ কেজি ওজনের ২০ প্যাকেট আইস উদ্ধার করা হয়। এসময় তিনজন গ্রেফতার করা হয়।
তারা হলো- মাদক গডফাদার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বুজরুক মিয়া (২৮), মোহাম্মদ ইসমাইল (২৫) ও ছৈয়দুল বাশার(৪০)।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্ণেল মেহেদী হোসাইন কবির বলেন, ‘মাদক,চোরাচালান রোধে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে বর্ডার গার্ড বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে কাঁটাতারের বেড়া সংস্কার সহ সব বিষয়ে আলোচনা চলমান রয়েছে।’













