বেয়ালখালী প্রতিনিধি»
বৈশ্বিক করোনা মহামারীর ক্রান্তিলগ্নে বাংলাদেশে ক্ষতিগ্রস্থ বৌদ্ধ পরিবারের মাঝে অর্থ সহায়তা দিলেন সম্যক প্রচষ্টা। আমেরিকার ভার্জিনিয়ায় অবস্থানরত উপাসক উপাসিকার সহযোগিতায় বৌদ্ধ বিহারে বসবাসরত বাংলাদেশের জন্মজাত সন্তান শ্রীমৎ সুমনাপাল মহাথেরর আন্তরিক প্রচেষ্টায় এ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস জেতবন বিহারের পাশে বসবাসকারি পাহাড়ি জনগোষ্ঠি তঞ্চগ্যা পাড়ার আদিবাসী হত দরিদ্র ২১ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরন করেন, বিশিষ্ট শিক্ষাবিদ বিষু কুমার বড়ুয়া।
এর আগে সোমবার (২০সেপ্টেম্বর) পটিয়া উপজেলার চরকানাই ত্রি-রত্নান্কুর বিহারের উপাসক-উপাসিকাদের মাঝে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিহারাধ্যক্ষ শ্রীমৎ ধর্মদর্শন ভিক্ষু, কালিদস বড়ুয়া ও সুমন বড়ুয়া।
বাংলাধারা/এফএস/এফএস













