১৩ ডিসেম্বর ২০২৫

কয়লা লোপাটের মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিল আদালত

বাংলাধারা ডেস্ক »

বড়পুকুরিয়ায় খনির কয়লা লোপাটের মামলায় সোমবার আদালতের শুনানিতে হাজির হওয়ার কথা ছিল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। কিন্তু করোনা ঝুঁকির কারণে তিনিসহ বাকি আসামীরাও আদালতে অনপস্থিত থাকেন।

এ ঘটনায় বেগম জিয়ার আইনজীবীরা আদালতে শুনানি পেছানোর আবেদন করে বলেন, দেশের বর্তমান করোনার কারণে বেগম জিয়ার করোনা ঝুঁকি রয়েছে।

অন্যদিকে বেগম জিয়ার আইনজীবীদের আবেদনে বিরোধীতা না করে সম্মতি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

চলমান করোনার পরিস্থিতি মামলার বিচার কাজ চলমান রাখলে সংশ্লিষ্টরা ঝুঁকিতে পড়বেন বলে উদ্বেগ জানান দুদকের আইনজীবী।

পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই মাস পিছিয়ে আগামী ২২ মে দিন নির্ধারণ করেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ