বাংলাধারা ডেস্ক »
নগরের চান্দগাঁও থানার খতিবের হাটে একটি রিক্সার গ্যারেজে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খতিবের হাটের লোকমানের রিক্সার গ্যারেজে অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করে। এ সময় নগদ ১ হাজার ৫০টাকা ও ১১ প্যাকেট জুয়ার তাস জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— আলমগীর (৪৮), ইকবাল হোসেন (৩৮), মো. টিপু (৩৬), মো. সাহাব উদ্দিন (২৮)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, ‘খতিবের হাট লোকমানের রিক্সা গ্যারেজে থেকে জুয়াড় সরঞ্জাম, নগদ টাকাসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নগদ ১ হাজার ৫০টাকা ও ১১ প্যাকেট জুয়ার তাস জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’
বাংলাধারা/এফএস/এআই













