খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মুসলিম পাড়ার কামাল উদ্দিন নামে এক বাঙালি অস্ত্র ও গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সোর্সকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে কামাল উদ্দিনকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দেওয়ানপাড়া থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত কামাল উদ্দিন (৩০) পানছড়ি উপজেলার মুসলিমপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
নিরাপত্তাবাহিনী সূত্র জানান, গ্রেফতারের পর তল্লাশি করে তার কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফের সোর্স হিসেবে কাজ করার কথা স্বীকার করেছে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টার দিকে কামাল উদ্দিনকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দেওয়ানপাড়া থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করা হয়েছে তাকে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













