৩০ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে অস্ত্রসহ দুই যুবক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি সদরের পেরাছড়া এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

শনিবার (১৪ডিসেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পেরাছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পল্লীময় ত্রিপুরা (৩৪) সে জেলা সদরের পল্টনজয় পাড়ার সুনীল জয় রোয়াজার ছেলে ও মিতু চাকমা (৩৫) মহালছড়ি উপজেলার মাইসছড়ি নোয়াপাড়ার অজিত কুমার চাকমার ছেলে।

আটকৃতদের কাছ থেকে ২ টি পিস্তল, ২ টি ম্যাগাজিন,৩ রাউন্ড এ্যামোনিশন, ৩টি মোবাইল ফোন সেট, ১টি মোটর সাইকেলসহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, আটককৃতরা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী।

গোপন সংবাদের ভিওিতে পেরাছড়া এলাকায় চাঁদাবাজী করছে এমন খবর পেয়ে তাদের অস্ত্রসহ আটক করা হয়। তবে এ বিষয়ে জানতে চাইলে মোটোফোনে সংগঠনটির মুখপাত্রদের সাথে চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মুহম্মদ রশিদ বলেন, পেরাছড়া এলাকা থেকে অস্ত্রসহ ২ জনকে আটকের কথা শুনেছেন। থানায় হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন