২৩ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দাতা ব্যক্তিকে গ্রেফতারের দাবিতে এ কর্মসুচি পালন করে তারা।

সোমবার (২২ মে) বেলা ১১টায় শহরের নারিকেল বাগান সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে পৃথক পৃথক ব্যানার নিয়ে অংশ নেন যুবলীগসহ আ’লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি শহরের শাপলা চত্ত¡র ঘুরে পৌর টাউন হলের সামনে থেকে পুনরায় কার্যালয়ের সামনে ফিরে এসে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে প্রকাশ্যে জনসভায় শেখ হাসিনাকে হুমকির তীব্র নিন্দা জানান বক্তারা।

এসময় ব্ক্তারা বলেন, হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ’র গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ।

কর্মসুচিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ