৫ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

আগামীকাল বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। খাগড়াছড়িতে ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ। ইতোমধ্যে জামাত অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করেছে পৌরসভা।

জানা গেছে, ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭ টায় ঈদের প্রথম ও প্রধান জামাত শুরু হবে। একইস্থানে দ্বিতীয় জামাত অুনষ্ঠিত হবে ৮টায়। তবে, আবহাওয়ার প্রতিকূলতা বা অন্য কোনো কারণে ঈদগাহে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে কেন্দ্রীয় শাহী জামে মসজিদে ঈদের জামাত পড়ানো হবে।
ঈদের জামাতকে ঘিরে কেন্দ্রীয় ঈদগাহে প্যান্ডেল ও ত্রিপল লাগানোর কাজ প্রায় শেষ হয়েছে। পুরো ময়দানজুড়ে মুসল্লিদের জন্য শামিয়ানা টানানো হয়েছে। লাগানো হয়েছে শুভেচ্ছা গেইট। মূলগেটসহ আশপাশের এলাকা সাজানো হয়েছে লাইট ও রঙবেরঙের পতাকা দিয়ে।

ঈদের জামাত নির্বিঘ্নে করতে ঈদগাহ ও এর আশাপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকছে। বিষয়টি নিশ্চিত করেছে পৌরসভা কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন।

কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ছাড়াও জেলা সদরে এবারে বায়তুশ শরফ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, খেজুর বাগান জামে মসজিদসহ ১০ টি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ