৮ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়িতে উগ্রবাদ প্রতিরোধের সেমিনার অনুষ্ঠিত

 খাগড়াছড়ি প্রতিনিধি »

পার্বত্য খাগড়াছড়ি জেলায় ‘উগ্রবাদ প্রতিরোধে সামাজিক সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালের দিকে জেলার টাউন হলে বাংলাদেশ পুলিশের সন্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ নির্মান প্রকল্পের অর্থায়নে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সামরিক গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) ডেট কমান্ডার কর্নেল মো. নাজিম উদ্দিন।

খাগড়াছড়ি পুলিশ সুপার (এসপি) মোহা. আহমার উজ্জামানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের (এডিসি) পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২৭) অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল ইসলাম।

সেমিনারে খাগড়াছড়ির বিভিন্ন সরকারি দফতর, সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে বক্তারা, সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে সামাজিক সচেতনতার সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। সেমিনার থেকে উগ্রবাদ দমনে করণীয় নিয়ে সবাই ঐক্যমত পোষন করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ