খাগড়াছড়ি প্রতিনিধি »
‘মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ স্লোগানে উজ্জীবিত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে- ২০২০ অনুষ্টিত হয়। শনিবার (৩১ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। পরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা থানার (উপ-পরিদর্শক) এস আই মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী।
অনুষ্টানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার সিনিয়র সহকারী সার্কেল খোরশেদুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খাঁন, মাটিরাঙ্গা থানার ইন্সপেষ্টর (তদন্ত) মো: শাহনুর আলম, পৌর প্যানেল মেয়র মো.আলাউদ্দিন লিটন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জহির আহাম্মদ ফিরোজ প্রমুখ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে মাটিরাঙ্গা থানার সিনিয়র সহকারী সার্কেল খোরশেদ আলম বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল করে জনগণের প্রত্যশা পূরণের লক্ষ্যে এবং আইন-শৃঙ্খলা স্থিতীশীলতা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, মাটিরাঙ্গা থানা পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনকালে জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে সামাজিক ব্যবস্থার অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। মাদকে জড়িতদের যে দলের হোক না কাউকে ছাড় না দেয়ার কথা উল্লেখ করেন তিনি।
অনুষ্টানে অন্যান্যদের মাঝে খাগড়াছড়ি জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, মাটিরাঙ্গা সদর মসজিদের খতিব মাও: হারুনুর রশিদ, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর বৃন্দ , সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এআর













