৩০ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে তিনটি বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি স্টেডিয়াম এলাকায় গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে
রবিউল ইসলাম (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১২ ফেব্রুয়ারি)বিকালের দিকে খাগড়াছড়ি স্টেডিয়াম এলাকার খাগড়াছড়ি-পানছড়ি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. রবিউল ইসলাম খাগড়াছড়ি জেলার পানছড়ি দমদম এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে। তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৪৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান বলেন, খাগড়াছড়ি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. রবিউল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৪৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারের পর সদর থানা পুলিশকে সোর্পদ করে র‌্যাব। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন