২৫ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত

খাগড়াছড়ি প্রতিনিধি »

সারা দেশের মতো খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ জন। তাদের মধ্যে রয়েছে চিকিৎসক, নার্স, পুলিশও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়ি জেলায় মোট করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ৭৮ জন। নতুন শনাক্তদের মধ্যে খাগড়াছড়ি সদরে তিন জন, মাটিরাঙ্গায় একজন, মানিকছড়িতে সাতজন, রামগড়ে আটজন, দীঘিনালায় তিন জন ও মহালছড়িতে একজন। এছাড়া, আরও দু’জনের শরীরে দ্বিতীয় ধাপের পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন বলেন, ‘কক্সবাজারের উখিয়ায় দায়িত্ব পালন শেষে পুলিশ সদস্যরা খাগড়াছড়ি ফিরলে তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এর মধ্যে ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আমরা তাদের ব্যাপারে বিশেষ সতর্কতা নিয়েছি।’

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বলেন, ‘এটি খাগড়াছড়ির একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। মোট ৭৮ জন শনাক্ত রোগীর মধ্যে ২৪ জন সুস্থ হয়ে সবাই তাদের ঘরে ফিরেগেছেন খাগড়াছড়িবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ