নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে খাগড়াছড়ি জেলা বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, ‘পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী সরকারের কাছ থেকে পাহাড়ি বাঙালি সকলে নির্যাতিত হয়েছে। কেউ রক্ষা পায়নি’।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,জাতির আকাঙ্ক্ষার প্রতীক তারেক জিয়া। তাই আমরা তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী দেশকে এগিয়ে নেয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
সভাপতি ওয়াদুদ ভূইয়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে বর্তমান অন্তবর্তী কালীন সরকারকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। দ্রুত নির্বাচন ঘোষণার দাবিও জানান তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, আব্দুর রব রাজা , জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী কোহিলি দেওয়ানসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতারা।
এর আগে দুপুর থেকে জেলার ৯টি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন